তোমার প্রতিক্ষায় চুয়াত্তর সন।
আজও প্রতিক্ষার প্রহর গুনি।
আজও বিপ্লবের ঝান্ডা হাতে,
মিছিলে মেলায় পা।
আজও খড়হীন ছাদের নীচে
রাতের নির্মল আকাশ দেখি।
রাতের তারারা,
কত স্বপ্নের গল্প শোনায়।
মাঠে ময়দানে,
কলেকারখানায় আমরাই
দেশের সম্পদ গড়ি।
স্বপ্নের ফেরিওয়ালার
ইমারত হয়,
নালায় খাবার গড়ে।
আমাদের উদোম শরীরে
অনাহার-অর্ধাহারে
প্রতিক্ষার প্রহর গুনি।
চুয়াত্তর বছর অতিক্রান্ত,
সোনালী দিন তুমি
আসবে কবে?


রচনাকাল........১৫/১০/২০২০