চেতনাহীন কায়া,
অবয়বহীন ছায়া
আর পশুত্বের জীবন
বিকারে মনুষ‍্যত্বের
সাথে অসম
লড়াই করতে করতেই
হতোদ‍্যম জীবন।


বর্তমানের আশাহীনতায়
দিশাহীন ভবিষ্যতের পথে,
নগর সভ‍্যতার
সুউচ্চ পরীখায় ঘেরা,
অরণ‍্যাচারী মানুষের জীবন;
দ‍্যাখে----
'সেচহীন খেত,
মণিহীন চোখ'
অনুভূতিহীন মানবতা!


এখন নির্ঘুম রাতে,
আলোহীনতার প্রহরে
অদৃশ্য ছায়ার সাথেই
লড়াই চলে অবিরাম।


রচনাকাল......২৬/০৯/২০২০