ঘোষ বাবুর বাগান বাড়ির আঙিনাতে,
পা'য়ে নূপুর নাচত যে পরী দিনেরাতে‌‌।
ডাকত হুতোম প‍্যঁচা;
বলত সে জীবন বাঁচা,
ভয়েতে সেথায় যেতনা কেউ রাতে-প্রাতে।


রচনাকাল .......///// ২১/০৭/২০২৩
বাংলা ৪ঠা শ্রাবণ ১৪৩০