এ কোন্ সকালের পথে হেঁটে চলেছি?
শীতঘুমের আড়মোড়া ভেঙে,
রক্তচক্ষু হায়নার দল;
রক্তের মৌতাতে উন্মত্ত!
ভাইয়ের বুকে শাণিত হাতিয়ারে,
সম্প্রীতির শক্ত চোয়াল খুবলে খায়।
ভারতীয় চেতনা, ধর্মমোহে
বহুধা বিভক্ত ক'রে পাশবিক উল্লাসে
ছিন্নভিন্ন করি ভারতীয় মানচিত্র।
রাত্রির প্রগাঢ় আঁধারকে হার মানানো
এ সকালে, শোণিতধারা স্নাত;
তোমার আমার স্বদেশভূমি।
হে আতীত ভারতীয় চেতনা,
এ সকালই কি তুমি চেয়েছিলে?
বলো ! উত্তর দাও।


রচনাকাল......৪ঠা আগষ্ট ২০২৩
বাংলা .......১৮ই শ্রাবণ ১৪৩০