তুমি আসবে বলে
রামধনুর সাতরঙে,
সেজেছে ভূবন।
তুমি আসবে বলে
হাসনুহেনার সুবাসে,
পাপড়ি মেলেছে গোলাপ।
তুমি আসবে বলে,
ঝর্ণার নৃত্য, মাটির গভীরে
শেকড়ের আনাগোনা,
সবুজ পৃথিবীতে,
প্রাণের স্পন্দন।
তুমি আসবে বলেই
কাকলির কলতান,
গোবি সাহারার বুকে
মেঘবালিকার,
উদ্বাহু নৃত্যে ঝরে বৃষ্টি।
চেয়ে আছি পথপ্রান্তে,
মোনালিসা,
তোমারই  অপেক্ষায়।



রচনাকাল     ২২/১১/২০২০