বসন্ত- সখা


অনাদী অসীম এ নীলাম্বর মাঝে
সেজেছে ধরণী কী অপরূপ সাজে!
কুড়ায়ে আনি পুস্প-যুথিকা,
গাঁথিছে কেহ বর-মালিকা।
আজি হৃদ-দুয়ারে শুধুই বসন্ত বিরাজে।


তপ্ত বৈশাখ


চোত বোশেখে তপ্ত খর তাপদাহে
তিষ্ঠাতে এ তণু  নাহি পারে গেহে।
ঝরিছে কেবলই অগ্নি-শলাকা,
নাই'ক কোথাও মেঘ-বালিকা।
নব বরষে কী মত্ততা জাগে এ দেহে?


রচনাকাল.....///  ১লা বৈশাখ ১৪৩০
                     ১৫/০৪/২০২৩