পরান্নভোজী দ্বিপদীজীব কিছু,
আছি করি মাথা নীচু।
মানুষ নামের ভেক ধরি
বিবেকহীন সমাজ গড়ি।
নিজ স্বার্থে সকলে ডাকি,
পরার্থে নাহি থাকি।
পরান্নের প্রসাদ-লোভী;
পদলেহী মোরা ভাবী,
স্বার্থক-ধন্য এ জীবন মোর
যতই ঘনাক আঁধার ঘোর।
মানুষ নামে দ্বিপদীজীব কিছু;
আছি করে মাথা নীচু।


রচনাকাল.....////..২৪/০৭/২০২৩
বাংলা .........০৭ই শ্রাবণ ১৪৩০