সুশীল সমাজ ঘুমিয়ে আছে,
শিরদাঁড়াটা হারিয়ে গেছে।
আমরা সবাই প্রসাদলোভী,
অন‍্যের চোখে ঘটনা দেখি।
চারিদিকের এ দহন তাপ,
জাগায় না তাই মনস্তাপ।
আমরা এখন পাথরবৎ,
করবো কা'রে কুপোকাত?
প্রতিবাদের ঝড়টা তুলি,
একসাথে এক পথে চলি।


রচনাকাল.....২৯/০৭/২০২৩
বাংলা......১২ই শ্রাবণ ১৪৩০