এ আমার দেশ।
আমার ভারতবর্ষ।
যুগে যুগে কালে কালে
কোল-ভিল-মুন্ডা-গারো,
আরও কত শত মানুষের ধারা
গঙ্গা-যমুনা-পদ্মা-মেঘনায়
মিলে মিশে একাকার
বেঁধেছে ঘর, চষেছে জমি।
বিভেদ নয়; ঐক‍্যই
মূলমন্ত্র জেনে
রচেছে ভবিষ্যৎ।


আমার ভারতবর্ষ,
আজন্ম লালিত ভূমি
ভারতীয় চেতনায় ভাস্বর।
ভারতবর্ষ তাই–––
মানবতার এক নাম।
আমার দেশ তাই–––
সূর্যের এক নাম।


দীপ্ত সূর্যের মতই---
উজ্জ্বল ভারতীয় চেতনায়
দীপ‍্যমান আমার দেশ।
আমার ভারতবর্ষ।


রচনাকাল......২৫/০৯/২০২০