ছড়া-১


হুতোম প‍্যাঁচা ডাকছে বসে নিমের ডালে,
ঐ দেখ না মামদোভূত পড়েছে জালে।
কবুতরের বকবকম্,
নাই'ক পাতে আলুর দম।
দ্রাক্ষা খেতে লাফায় শেয়াল জয় মা ব'লে।


ছড়া-২


হতে চাও ছান্দসিক ?
লিখে যাও লিমেরিক।
লেখ যদি হাইকু
করবেই আকুপাকু।
রচ যদি কবিতা
মানবে কি কেউ তা ?


ছড়া-৩


মায়ের আদর সোহাগে
তেল ভরে নে চেরাগে।
নিম গাছেতে মামদো ভূত
ধরিস্ না তো লেখার খুঁত।


ছড়া-৪


ডাকছে খোকন মাসি গো মাসি।
তাই না শুনে হাসছে পিসি।
খোকার হাতে কড়াইশুটী,
দিদিমার মাথায় ঝুঁটি।
ভাঙল খুকু তেলের শিশি।


ছড়া-৫


লিখতে চাই  যে লিমেরিক
জানিনা ত নিয়ম সঠিক।
কালি নাই দোয়াতে,
উড়ল খাতা হাওয়াতে।
হাসছে দেখ পাঠক রসিক।


রচনাকাল....... ২১/১০/২০২০


আকুপাকু/ ছটফট করা
চেরাগ / প্রদীপ