বিপ্লবের অন্য নাম
শহীদ ক্ষুদিরাম।
১১ ই অগাস্ট ১৯০৮ তুমি
আলিঙ্গন করেছো ফাঁসি,
তোমার আত্ম- বলিদানে
জেগেছে দেশ, জাতি।
তোমারই মন্ত্রে,
"কত তরুণ-অরুন গেলো
অস্তাচলে" তবু, তুমিই
প্রেরণা। তোমারই
বিপ্লবের জাগরণী গান
গাই আজও।
তোমার জন্যই আমরা
পেয়েছি, 'নেতাজী'
ভগৎ সিং, সূর্য সেন।
আজ দেশের এ কঠিন
সংকটে, তা'ই তোমাকেই
স্মরি  একান্তে,
নতুন ক্ষুদিরাম
আসবে বলে।



রচনাকাল....../// ১১/০৮/২০২০