একমাত্র মৃত্যুই শাশ্বত
মানুষের এ ব্যস্ততা,
অর্থসম্পদ, বিলাস
সবই ক্ষণস্থায়ী।
মৃত্যুহীন জীবন যখন
নেই; অর্থ প্রাচুর্যের এ
বৈভব মূল্যহীন।
বরং
মৃত্যুর পরেও স্মৃতিতে অক্ষয়
থাকার যে পথ,
সে পথেরই তালাশ করি।
রচনাকাল...../// ১৪/ ০৮/ ২০২০