অতঃপর, শোভন-----
আমাদের জায়গা জমি,
যেসব ছিল,  সবই----
চলেগেল প্রাচীরের আড়ালে।
বাপ-দাদার স্মৃতি বিজড়িত মাঠ,
আমাদের শৈশব-কৈশর,
আবাল‍্য লালিত ধানী-জমি,
উর্বরা ভূমি, ক্ষেতের ফসল,
আনাজ, মা, মায়ের ভূষণ,
সবই-----
কেড়ে নিল আইনীপ‍্যাঁচে,
বৌদ্ধিক বিকাশদীপ্ত,
পক্ককেশী, শুভ্রবেশী
এক নরদানব।
আমরা এখন----
খোলা আকাশের নীচে,
নিরন্ন, উবুজ্বলন্ত খিদে নিয়ে
অপলক চেয়ে থাকি,
নতুন ইঁটে গাঁঁথা
উঁচু প্রাচীর পানে।
মনে হয়----
আজন্ম লালিত সে মাটির
সোঁদা গন্ধ, মা-মাটি,
ডাকছে। ছুটি-----
দুর্গম পথে, হায়নার দল
শাসকের ইশারায়,
করে আস্ফালন।
শোভন,
মানুষেরই যদি উন্নয়ন,
তবে, কেন তুমি নিশ্চুপ ?
এসো-----
পথে নামি। স্বাধীকার প্রতিষ্ঠার
লড়াইয়ে, হই আগুয়ান।
অতঃপর, শোভন
হবে মানুষেরই জয়।


রচনাকাল.....///  ৩০ জানুয়ারি,২০০৮