(২০০৪ সাল থেকে ২০১১ সাল আমার স্বদেশের আর্থ-সামাজিক-রাজনৈতিক অবস্থা উত্তাল হয়ে ওঠে। সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, বাসন্তী, রায়না, শাসন, গড়বেতা, খানাকুল, জামুড়িয়া প্রভৃতি জনপদ এবং তাপসী মালিক, রাজকুমার, রাধারানী, ভরত ব‍্যক্তি নাম মানুষের চিন্তনে-মননে প্রভাব ফেলে। তাদেরই স্মরণে)  


বিপন্ন এ স্বকালে,
মানবতার স্তবগান যেন
পাগলের অর্থহীন প্রলাপ!
বিশ্বনন্দিত গণতন্ত্রে,
লাল-সবুজ আবীরের সমারোহ।
নিখিল বিশ্বে এ দেশ ঈর্শ্বনীয়।
বিশাল এ প্রজাতন্ত্রে,
অনাহারের সিমেন্ট আর
মিথ‍্যার গাঁথুনিতে তৈরী
ভোট-ব‍্যাঙ্কের শক্ত দেয়াল।


মায়ের শুকনো বুকে,
ফোঁটা-দুধও না পাওয়া
অভুক্ত শিশুর গলায় ঢেলে
দেয় ঘুমপাড়ানি সুরা,
শাক-পাতাহারী জননী!
রত্ন প্রসবা বঙ্গ জননীর বুকে
দিক্ চিহ্নহীন অনন্ত অমাবস‍্যা
লুঠে নেয় মায়ের সম্ভ্রম।


এ স্বকালের-----
বাতাস বিষময়, রুদ্ধ।
আলো নিভন্ত।
রক্তমাখা ফুটন্ত ভাতের সুবাস
আর----
ভাতগন্ধহীন প্রহরে
গোপন হিংসায় ভরা কপটাচারীর
অদ্ভুত সহাবস্থানে উল্লসিত
হিংসার কারিগর, ছড়িয়ে দিতে
চায় ধ্বংসের বীজ।
জেদ আর ঔদ্ধত‍্যের আছিলায়
ঊষর হয় ধান-জমি।


এ বাংলায়------
রক্ত-মহোৎসব বিরামহীন
এঁকে চলে, নতুন নতুন গ্রামচিত্র।
নেতাই-বাসন্তী-দিনহাটা।
অন‍্যনামে এ সব জনপদ
গড়বেতা-খানাকুল-জামুড়িয়া।
এখানেই
শোণিত- সিক্ত বসনে  
সিঙ্গুর জননী ফিরে ফিরে আসে
নন্দীগ্রামে, রায়নায়-শাসনে।
লোভ আর ক্রুতায় ক্ষত-বিক্ষত  
জীবন, দুর্মর প্রানে দাঁড়ায়
ভোটের সারীতে।


জলপাই পোষাকে মানুষের জ্ঞাতি
নির্নিমেশ চোখ মেলে চায়
পাহাড়ের চূড়ার মত।
উদায়াচল মেশে
অস্তাচলের বিস্বাদ রক্ত-শ্রোতে।
চির স্তব্ধ অগনন কল-কারখানার
মজদুর বস্তিতে,
ভুখা পেটের কান্না ভর ক'রে
শিল্পায়নের উদগ্র বাসনা গিলে খায়
সুস্থ-সবুজ সতেজতা, চাষ-জমি।


এত কিছুর মাঝেও-------
আশা জাগে, প্রান জাগে।
দিক্ চিহ্নহীন তিমির প্রহরে
শান্তির অঙ্কুরোদগম
ঘটানোর দুরন্ত উচ্ছাসে
ছুটে আসে----
রাজকুমার ভুল, তাপসী মালিক,
ভরত মন্ডল, রাধারানী আড়ী।
পরাভব না মানা মনূষ‍্যত্বের
বীর পদভরে কাঁপে সমাজ,
জনবিচ্ছিন্ন উলঙ্গ দানবশক্তি।
ভগ্নদূতের বুকেও জাগে আশা!  


এ যুগ সন্ধিকালে,
স্বকালের কবি------
অতীতের সিঁড়ি ভেঙে,
জীবনমুখী সচেতন লগ্নে,
অচলায়তনের রুদ্ধ বাতায়ন
হাট-খুলে দিতে
গাও ভাবীকালের গান।


এসো কবি,
সচেতন যত্ন আর
মনুষ‍্যত্বের অসীম আস্ফালনে,
সমস্বরে বলি-----–
হে প্রবল প্রতাপশালী ক্ষমতামদমত্ততা,
তোমাকে আর ভয় পাইনা।
এসো------
ভুখা পেটের উবুজ্বলন্ত খিদে,
বিষাক্ত হাওয়া আর
অস্থি-অনলে, নিকষাভূমি ' পরে,
গড়ি অত‍্যাচারীর চিতা-শয‍্যা।


রচনাকাল...../// ১১ ই মে' ২০১১