আমার জন্য তুমি,
তোমার জন্য আমি।
শুধুই তুমি আর আমি
আর আছে যে এক 'ভূমি।'
এই নিয়েই সংসার
ছোট্ট সুখী পরিবার।


দুনিয়া'য় কি ঘটল,
কে এল আর গেল ?
খোঁজ রাখা কী দরকার,
ব‍্যস্ত সময় আমার।


বিপন্ন যখন দেশ,
সুখেই আছিতো বেশ।
সীমান্তে মরছে সেনা,
নেই'তা আমার জানা।


গ্রাসিছে বিশ্ব ভাইরাসে,
আমার কী যায় আসে ?
আছি আত্মমগ্ন  নিজ সংসারে,
'করোনা' দরজায় কড়া নাড়ে।
ছেড়েছে আমায় পরিবার,
নেই'ক পাশেতে আর।


ওদের জন্যই আমি,
পেয়েছি শিক্ষা দামী।
তোমার জন্যই তুমি,
ভূমির জন্যই ভূমি।


থেকোনা'ক দূরেতে আর
ধরো হাত সবাকার।
দশহিতে দেশব্রতে,
দাঁড়াও পূণ‍্য হাতে।
বলো সবার জন্যই আমি।
তবেই শ্রেষ্ঠ তুমি।



রচনাকাল..….//// ০৫ ই আগষ্ট, ২০২০