অযুত বৎসর ধরে পথ হাঁটিতেছি;
পৃথিবীর পথে।
নানা পথে-মতে, দলে-উপদলে
নিত‍্য প্রয়োজনে বিরামহীন মানুষের
এ পথচলা।
আজও অভুক্ত, নিরন্ন, বুভুক্ষা
আর কঙ্কালসার নরাবয়ব,
হাড্ডিসার শিশুদেহ, জরাগ্রস্ত মা
পৃথিবীর মানব সম্পদ!


এ দেশে, আজও
'শিশুখাদ্য'র কালোবাজারির
টাকায় শিশু দিবস হয়,
গুদাম ঘরের
ধান-গম-আনাজের
বিষবাসে, নিরন্ন মানুষ
হয় পুলকিত।
অনাহার আর অপুষ্টির রাজযোটক
কোটি মানুষের নিত‍্যসাথী।
"মানুষই দেবতা গড়ে"
এ বেদবাক্য
আমাদের সব অভিযোগ-অনুযোগে
লাল দাঁড়ি টানে!


এ পোড়া মন,
ঘোরে, পথে-ঘাটে, মাঠে-মাঠে
জরাগ্রস্ত পৃথিবীর অতুল ভান্ডার
সেঁচে 'পরশ পাথর' খোঁজে।
পতিত এ মানব জমিনে
সোনা ফলানোর আশে
ঘোরে পৃথিবীর পথে‌।


গ‍্যালিলিওর ওপড়ানো চোখ
পৃথিবীর ঘূর্ণনে দ‍্যাখে
ভূপালের কালো মেঘ,
চেরনোবিলের বিষাক্ত হাওয়া
হিরোশিমার আঁধার আকাশই সত্য।


আজও কী শোনাব
সে অমৃত-বাক্?
"হা ঈশ্বর! ওরা জানেনা,
ওরা কি করেছে,
ওদের ক্ষমা ক'রো।"


রচনাকাল.......১৬/০৪/২০১১