একটিই পৃথিবী।
দৃশ‍্যত দুটি জগৎ
হবহু একই।
এই পৃথিবীর
একটি জগতে
অঢেল প্রাণের বন‍্যা,
আলোর রোশনাই আর
অনাবিল মখমলের শান্তি।
অন‍্যটিতে,
ওষ্ঠাগত প্রাণ।
অজীর্ণ রোগে পুষ্ট
দেহাবয়ব, অপুষ্টির
বিশাল ভান্ডার।
এক ও অভিন্ন পৃথিবীর
হুবহু একই দুটি জগতেই
উন্নত শির মানব জীবন
অস্তিত্বের সংগ্রামেই
টিঁকে থাকে।


এক বৃত্তে,
অফুরান খাদ্য ভান্ডারে
নবান্নের ঘ্রাণে মহোৎসব হয়।
অন‍্য আর এক বৃত্তে
ডাস্টবিনে পশুমানুষের
অসম লড়াই চলে।
এক জগতে
দুর্গা হাসেন আলোর জোৎস্নাতে।
আঁধার জগতে
দুগ্গা কাঁদে ফুটপাতে।
পাশাপাশি হুবুহু
একই দুটি জগৎ।
পৃথিবী একটিই,
এক, একক, অভিন্ন।


রচনাকাল.........২১/১০/২০২০