কমরেড, তোমাকে ভুলিব কী করে,
সংগ্রামের দীপ যে জ্বলিলে গগনে।
ভাষার লড়াইতে বাজালে কণ্ঠ,
শাসকের চোখে ছিলে দাবানল-দন্ত।

হাজিরহাট মাটি ডাকিল যে তোমায়,
স্বাধীনতার স্বপনে তুলিলে মেলায়।
ঢাকা কলেজে শিখিলে পথ,
বিশ্ববিদ্যালয়ে জ্বলিলে রথ।

ফজলুল হক হলে উঠিলে জেগে,
পোস্টারে লিখিলে সংগ্রাম-মেগে।
একদিন গ্রেপ্তার হইল যে হাত,
তবুও থামালে না বিদ্রোহের মাত।

নির্যাতন সয়েও রহিলে অবিচল,
সত্যের শিখা তুমি জ্বলিলে অনল।
মিছিলে মিছিলে ছিলে যে শ্রেষ্ঠ,
বঞ্চিত জনতার দিলে যে দৃষ্টি।

নির্বাচনে এলে, হইলে জয়ী,
শ্রমিকের কণ্ঠে তুলিলে বাণী।
বামপন্থা আঁকিলে শোষিতের পথ,
সত্যের বুকে তুলিলে রথ।

গোপনে থেকেও তুলিলে আওয়াজ,
বিপ্লবের স্বপনে ছড়ালে সাজ।
কমরেড তোয়াহা, তুমি যে আলো,
সত্যের পথে জ্বলিবে চিরকাল।

নাম: রাকিবুল ইসলাম রাহান
জেলা: লক্ষ্মীপুর, কমলনগর
ইমেইল: rakibulislam.writer@gmail.com