যদি চাও রূপের আলো, পাবা শুধু শূন্য,
চোখে কুয়াশা ভাসে, স্বপ্ন হয়ে চূর্ণ।
যদি খোঁজো ভালোবাসা, হৃদয়ে চাও,
সেথায় আমি জ্বলছি, প্রেমের প্রদীপ দাও।

বাহির দেখে ভুল করো, ভেতর বুঝতে শেখো,
ভালোবাসার গভীর টানে, হৃদয় দিয়ে দেখো।
চাঁদ যেমন দাগ আছে, আলো দিয়ে হাসে,
মনও তেমনি ভালোবাসায়, সুখে ভাসে।

শূন্য যদি বাহিরে থাকে, পূর্ণ আমি প্রাণে,
ভালোবাসার ছোঁয়া দিলেই, গাইবো মনের গানে।