এসো এসো ভাইবোনেরা, মাদ্রাসাতে যাই,
বুকে কোরআন তুলে, নূরের পথে ঠাঁই।
সকালে যে সূর্য ওঠে, ডাকে মোদের ভাই,
আল্লাহর নাম মুখে নিয়ে, মাদ্রাসাতে যাই।
তাজবীদে শুদ্ধ করি, তেলাওয়াত চাই,
হিফজ করি কোরআন, আনন্দে মন গাই।
হাদিস শিখি, জ্ঞান নিই, আদব শেখা চাই,
নবীর পথে জীবন গড়ি, মাদ্রাসাতে যাই।
সৎ পথে চলব মোরা, লোভে হব না ধরা,
সত্য কথা বলব শুধু, হব না কখনো গড়া।
শিক্ষকের দোয়া নিয়ে, গড়ব জীবনের দিক,
গরিব-দুখীর পাশে থাকব, সব রাখব ঠিক।
মাদ্রাসার আলো নিয়ে, বুকে রাখি আশা,
আল্লাহর পথে চলব, হবে না কোনো বাধা।
সন্ধ্যা হলে ফিরব ঘরে, পড়ব পাঠ ঠিক,
পিতা-মাতার সেবা করে, থাকব সদা সঠিক।
দুনিয়াতে সুখ চাই যত, আখিরাতে ঠাঁই,
জান্নাতেরই আশায় মোরা, মাদ্রাসাতে যাই!