টাপুর টুপুর বৃষ্টি নামে,
নদীর জলে ঢেউটা থামে।
ধানের ক্ষেতে জলটি গায়,
সবুজ মাঠে সুরটি ছায়।
গাছে গাছে দোলে পাতা,
ধুয়ে গেল ধুলোর ছাঁটা।
ছোট্ট ছেলে ছুটে গিয়ে,
ভিজতে থাকে প্রাণের চেয়ে।
কাদা মেখে পিছলে পড়ে,
মায়ের বকা কানে ধরে।
তবু হাসে, তবু গেয়ে,
বৃষ্টির সাথে ছুটে চেয়ে।
রিমঝিম সুর মন ছোঁয়ে,
বাতাস বয়ে সুবাস ছড়িয়ে।
মেঘের কোলে বজ্র হাসে,
বর্ষা এলো গ্রাম-বাসে!