সময় গেলে, ফিরবে না আর,
চলতে হবে, বারেবার।
সূর্য উঠে, আলো দেয়,
নদীর ধারা, স্রোতে বয়।
কৃষক মাঠে, ফলায় ধান,
শ্রমিক গড়ে, দেশের প্রাণ।
থেমে গেলে, হেরে যাবে,
সামনে চলো, জিততে হবে।
স্বপ্ন দেখো, গড়ো সুখ,
শ্রমেই থাকে, সোনার মুখ।
হাল না ছাড়ো, আশা রাখো,
সময়ের সঙ্গে, পথটা আঁকো!