অন্ধকারে ঢেকেছিলে যারে,
সে যে ফিরবে অগ্নিস্নানে।
গৃহ ভেঙে মেতে ছিলে,
সময় কি তা ভুলে গেছে?
অপমানে রোপণ করা বীজ,
ফল তো দিবে একদিন ঠিক।
চোখের জলে হিসাব কষো,
সময় আবার এলো ফিরে।
বাড়ির পাশে বালুর ট্রাক,
জনগণ তো দিলো ডাক।
ফিরে এলো পুরনো হিসাব,
বত্রিশ নম্বর কী বলছে?
শাসন চিরকাল থাকে না,
দুঃখ তো কখনো মুছে না!
দুয়ার খোলো, হিসাব করো—
কে বা ছিল ভুল, কে ঠিক?