চাঁদের যৌবন গেছে
জোছনা পান করে
চাতক জেগেছে রাত
বরষার গান ধরে।


সময় অস্থির ছিল
খবর রাখিনি কিছু
পথ ছুটেছে কেবল
তোমার পিছু পিছু।


এখন সবকিছু স্থির
অচল ঘড়ির কাটা
চাঁদ গিয়েছে ডুবে
নদীতে পড়েছে ভাটা।


অন্ধের চোখে দিন
অন্ধের চোখে রাত
অবশ শরীরে নাচে
যুবতীর হাত!
(১৮/০৬/২০১৪ উত্তরা, ঢাকা)