একটা জীবন কেটে গেলো দ্রোহেই
কিছুতেই ভরলোনা মন।


সবুজ পাতাদের ভালো লাগেনি
ভালো লাগেনি ঝরা পাতার গান
শিশির পতনের শব্দে মন জাগেনি
মন জাগেনি বসন্তের হাওয়ায়


এই যে বর্ষার নদী
পাল তোলা নৌকা
ভাটিয়ালি গান
কোথাও স্থির হলোনা মন।


লোকালয়ে মন বসেনি
মন বসেনি নির্জনতায়
রাত জেগে জেগে
কতো যে ছিড়েছি
ডায়েরির পাতা —
একটি কবিতাও লিখা হয়নি।


প্রেমিকার নরম হাতের ছোঁয়ার স্বস্তিও
মিলিয়ে গেছে মুহূর্তেই
কোনো প্রিয় মুখেই
এই চোখ বেশিক্ষণ হয়নি স্থির।


দ্রোহেই কেটে গেলো পুরাটা জীবন
বাকিটুকুও যাবে ঠিক এভাবেই
প্রিথিবীর কোনো সুখই নেওয়া হলোনা,
হবেওনা বুঝি আর।


এ জীবন ফুরালে
আরেক জীবনে
হবো অবোধ বালক —
অপার বিস্ময়ে দেখবো
কতো আনন্দের ফুল ফোটে
কষ্টের বুক বিদীর্ণ করে।
(০৬/০৬/২০১৪
উত্তরা পাবলিক লাইব্রেরি)