দিন গেলো মাস গেলো
বছরটাও শেষ
আগের মতোই রইলো আমার
সোনার বাংলাদেশ।


মিথ্যাচারে ব্যাস্ত সবাই
লজ্জা-শরম নাই
সত্যাচারের পক্ষে লড়ার
মানুষ কোথায় পাই!


এমনি করে ধুকে ধুকে
মরবো কতো আর
বাঁচতে হলে রুখতে হবে
সকল অনাচার।


বিচারপতির বিচার করে
সেই জনতা কই
নতুন বছর নতুন প্রাণে
ডাক দিয়ে যায় ঐ।


দেশটা আমার দেশটা তোমার
আমরা জনগণ
অনাচারের ভাঙ্গবো দেয়াল
এই করি আজ পণ।


সবাই মিলে ভাববো যেটা
সেটাই হবে সত্য
মানবোনা আর কোনো নেতার
নিজের দেয়া তত্ত্ব।


এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে
তোমার আমার তার
বাস্তবায়ন করবো এবার
স্বপ্ন জনতার।


ঢের হয়েছে ঝগড়া-ফ্যাসাদ
এবার ক্ষেমা দাও
দেশের স্বার্থে ঐক্যমত্য
এটাই শপথ নাও।