দেখেছে সে পাখির পালক —
পাখিতো নয়।


তারপর স্বপ্নের তুলিতে
নিরন্তর এঁকে যায় চোখ
লাল নীল ধুসর বাদামি ...
কতোনা রঙের বাহারে
মনের ক্যানভাসে প্রিয় মুখ
আহা কী সুখ! কী সুখ!!


পাখিটা জানেনা খোঁজ
সেই পালকের।
যদি জানতোই
তবে ঠিক বুঝে নিতো
তার জন্য কতোটা ছোট
ঐ নীল আকাশঃ


একটি পালকই দেখেছে সে —
পাখিতো নয় ...
(২২/০৭/২০১৪)