তোর কারণেই বৃষ্টি চোখে
তোর কারণেই আগুন
তোর কারণেই বর্ষা নামে
তোর কারণেই ফাগুন।


তোর কারণেই তৃষ্ণা বাড়ে
বাড়ে মরুর তাপ
তোর কারণেই পূণ্য যত
তোর কারণেই পাপ।


তোর কারণেই জীবন আমার
তোর কারণেই মরণ
দিন দুপুরে তুই যে আমার
সব করেছিস হরণ।


তোর কারণেই ঘুমিয়ে থাকা
তোর কারণেই জাগা
তোর কারণেই লোকে আমায়
বলে হতভাগা।


তোর কারণেই সকাল দুপুর
তোর কারণেই রাত
ইচ্ছা হলে সারা জীবন
রাখিস হাতে হাত।


ইচ্ছা হলে থাকিস দূরে
চোখটা রেখে চোখে
জানিস শুধু তুই ছাড়া কেউ
নেইতো আমার বুকে।
(২৫/০৭/২০১৪, উত্তরা, ঢাকা)