একদিন দেখবে একটা কাক
মরে পড়ে আছে রাস্তায় :
কোন পথচারী রাখেনি খবর —
এতোটাই তুচ্ছ সে।


কাকটা ছিলো ক্ষুধার্ত
পেটের তাড়নায় ঘুরেছে সে
শহরের ভাগাড় থেকে ভাগাড়ে
ডাস্টবিনে, আবর্জনার স্তুপে।
কোথাও জোটেনি আহার
যদিওবা জুটেছে সামান্য কদাচিৎ
নিতে পারেনি সে দখল কখনোই
নেড়িকুত্তার দল
আগেই নিয়েছে দখল
শহরের প্রতিটি ভাগাড়ের।
ডাস্টবিন কিংবা সামান্য আবর্জনার স্তুপ
কিছুই বাদ রাখেনি ওরা।


কাকটার ভয় ছিলো খুব বেশি
খাদ্যের সন্ধানে নিজেই না
খাদ্য হয় হিংস্র কুকুরের —
কাকের গোস্তে কুকুরের নেই অরুচি।


নেড়িকুত্তার ঘেউ ঘেউ এ
কাকটার 'কা' 'কা' করুণ আর্তনাদ
পৌঁছেনি কারো কানেই
যে তাকে দিতে পারতো কিছুটা উচ্ছিষ্ট।


অতপর একদিন মৃত্যুই দিলো হানা
আর কোন ভাগাড়েই কোনদিন
বাজবে না তার করুণ আর্তনাদ
কোন কুকুরের শিকার হবেনা সে।


হে শহর!
দেখ রাস্তায় পড়ে আছে
একটা মৃত কাক —
বড়ই ক্ষুধার্ত ছিলো সে ...
(৩০/০৭/২০১৪)