নূপুর পায়ে দুপুরবেলা
নাচে আমার বুলবুলি
দখিণ হাওয়ায় মেঘের মতো
উড়তে থাকে চুলগুলি।


বৃষ্টি এসে মিষ্টি হেসে
দেয় কপালে চুম
বাজে নূপুর ঝুমুর ঝুমুর
নেয় যে কেড়ে ঘুম।


সেই সে দুপুর রূপোর নূপুর
বুলবুলিটা কই
কখন সে যে নাচবে আবার
কানটা পেতে রই।


হারিয়ে গেছে বুলবুলিটা
আমায় দিয়ে ফাঁকি
দুপুর হলেই তবুও আমি
কানটা পেতে রাখি।


আয় না ফিরে বুলবুলি তুই
নূপুর পড়ে পায়
হাজার দুপুর যায় চলে যায়
তোরই অপেক্ষায়।


আবার যদি আসিস ফিরে
আর দেবোনা যেতে
তোর নূপুরের মূর্ছনাতে
থাকবো আমি মেতে।


(০৪/০৮/২০১৪, উত্তরা, ঢাকা)