আমরা ক'জন বন্ধু স্বজন
স্বপ্ন দেখি রোজ
নানান রকম স্বপ্ন আছে
চাও কি পেতে খোঁজ?


একলা যদি স্বপ্ন দেখ
স্বপ্ন সেটা বটে
সবাই মিলে দেখলে সেটা
বাস্তবতায় ঘটে।


যেমনি করে একাত্তরে
স্বপ্ন দেখে জাতি
লাল সবুজের পতাকাটা
আনলো রাতারাতি।


তেমনি করেই স্বপ্ন দেখি
গড়বো সোনার দেশ
দুঃখ কষ্ট হতাশাকে
করবো নিরুদ্দেশ।


বাংলা হবে সোনার বাংলা
স্বপ্ন মোদের একটাই
স্বপ্ন যদি দেখবি তবে
সবাই মিলে দেখ তাই।


এমনতরো স্বপ্ন আরো
সবার চোখে চোখে
সাধ্যিটা কার স্বপ্নবাজ এই
প্রজন্মকে রোখে!


(২৩/০৭/২০১৪, উত্তরা, ঢাকা)