লড়বে যদি লড়াই তবে
লড়ার মতো লড়
বাঁচার মতো বাঁচতে শেখ
নইলে তুমি মর।


আমজনতা মরতে জানে
দিতে জানে রক্ত
তুমি নেতা চুপ করে রও
কওনা কথা শক্ত।


যদিওবা হঠাৎ করে
আল্টিমেটাম দিলে
জেল-জুলুমের ভয়েই তুমি
লেজ গুটিয়ে নিলে!


নামল মিছিল চললো গুলি
ঝরলো কতো প্রাণ
তুমি নেতা রাজপ্রাসাদে
দেখছো বসে ফান।


সত্যি যদি নেতাই হবে
হওনা আপোসহীন
জনগণের কাছে তোমার
বাড়ছে কেবল ঋণ।


আমজনতা চায় না কিছুই
একটি দাবি ছাড়া
নিজের দলে রোপণ কর
ডেমোক্রেসির চারা।


তাই যদি হয় দেশেও তখন
আসবে গণতন্ত্র
ছিন্ন করে দেশ-বিদেশের
সকল ষড়যন্ত্র।


(২১/০৮/২০১৪)