স্বপ্নরাও স্বপ্ন দেখে
আশারাও আশায় থাকে
অথচ মানুষ — নামের
ব্যাপার নিয়েই তুষ্ট থাকে।


কখনো ধার করে স্বপ্ন দেখে :
স্বপ্নের হাত ধরে
হারিয়ে যায় স্বপ্নলোকে,
স্বপ্ন ভেঙ্গে গেলে
দীর্ঘশ্বাস ফেলে হতাশার —
নিরলস আলসতায়
       ডুবে থাকে
       নির্জীব পাথরের মতো।


অথচ পাথরকেই স্বপ্ন দেখাবার
কথা দিয়েছিলো মানুষ,
তবে কি মানুষ
ফিরিয়ে নেবে তার কথা!
নাকি এখানেও প্রমাণ দেবে
        নিরলস অলসতার?