একটা পাখি
ডেকেই চলে
         রাত্রি দিন
সেই পাখিটা
শোধ দিতে চায়
        কার যে ঋণ!


থামরে পাখি
বসনা এবার
         শান্ত হয়ে
কিছুটা ঋণ
কারো কাছে
        যাকনা রয়ে।


ঋণের হিসেব
মনের খাতায়
        থাক লেখা
শোধ করে দিস
আবার যদি
         হয় দেখা।


দেখা যদি
আর কোন দিন
         নাইবা মেলে
হিসেব মিলাস
পরপারে
         দেখা পেলে।


দোহাই পাখি
তবুও তুই
         এবার থাম
এমন করে
কাদিস না আর
          অবিরাম।


(১৬/০৯/২০১৪)