যখনই ছায়া দেখি
হৃদস্পন্দন বেড়ে যায়
ব্যাকুল হয়ে উঠি
সেই মূর্তি দেখার,
হৃদয় পটে আঁকা ছবি দেখি —
ছায়া দেখি তার বুকের পাঁজর খুলে,
আবার দেখি সেই ছায়া;
কী এক আশ্বাসে বুক ফুলে ওঠে
জমাট বাঁধা স্বপ্ন বাসর সাজায়
স্মৃতিগুলো বারংবার জাপটে ধরে।


ছায়ার সাথে কথা বলি
অকপটে শুনতে পাই নির্বাচিত শব্দ,
মাঘের দরোজা বন্ধ করে
পুরুনো বসন্তকে ফিরিয়ে আনে ফাল্গুন।


যখন ছায়া সরে যায়
        ফুল ঝরে যায়,
কৃষ্ণমূর্তি হয়ে যায় স্বপ্ন
বর্ষা আমন্ত্রণ জানায় শীতকে
কুয়াশায় ঢাকা পড়ে
        প্রতীক্ষার রাত।


আবার প্রহর গণি
        কখন সেই ছায়া পড়ে ...।