সমাজপতি নিজেই যখন
পিটান নিজের ঢোল
তাল থাকে না লয় থাকে না
ফুটুক যতোই বোল।


হেন করেছি তেন করেছি
বলে যখন চেঁচায়
সবার সাথে ঠোঁট বাঁকিয়ে
হাসে হুতুম পেঁচায়।


শাবাশ শাবাশ বলে বলে
কেউবা করে ঠাট্টা
কেউবা আবার হাত বাড়িয়ে
পীঠেই মারে গাট্টা।


সমাজপতি এসব করেই
সোনার মেডেল পায়
তাই না দেখে কেউবা রাগে
কেউ করে হায়হায়।


কেউবা বলে ঢের হয়েছে
এবার ওরে থামা
মিষ্টি হেসে কেউবা তারে
ডাকে মেডেল মামা!


এই মামারাই মডেল এখন
মোদের সমাজের
পদে পদে তাইতো সবাই
টানছি অনেক জের।


দোহাই মামা এবার থামো
ঢোলটা করো বন্ধ
হাটেই হাঁড়ি ভাঙ্গবো না হয়
নয় জনতা অন্ধ।


(০৮/১০/২০১৪)