একাত্তরে মামা আমার  
ঘুরতো নাকি নেংটা
কাঁপতো ভয়ে দেখলে পরে
ঘরের কুনো ব্যাঙটা।


চুয়াত্তুরে মামা আমার
ফেল মারে যে প্রাইমারি
গল্প শুনে নানার কাছে
ভাগ্নেরা সব ঘাই মারি।


সেই মামাটা হঠাৎ করেই
সাজলো মুক্তিযোদ্ধা
ক্যামনে হলো ভাবেন দেখি
আছেন যাঁরা বোদ্ধা?


নানারা সব কেমন করে
আছেন বলেন চুপ
মুখোশটারে খুইল্লা মামার
দেখান আসল রূপ।


মুক্তিযোদ্ধা মামা আমার
করছে কোথায় যুদ্ধ
সমাজপতি মামার উপর
আমজনতা ক্রুদ্ধ।


যুদ্ধ নিয়ে এমন খেলায়
যায় যে জাতির মান
বন্ধ করেন যুদ্ধ নিয়ে
এমনতরো ফান।


মামা আমার তারপরেও
বিচার যে তার চাই
এমনতরো হীন কাজের
ক্ষমার সুযোগ নাই।


(০৮/১০/২০১৪)