একঝাঁক আলো করে আর্তনাদ
লাল নীল হলুদ বেগুণী...
কাঁদে অবিরাম, সকরুণ —
সূর্য হাসে, নাচে মৃত চাঁদ
আলোগুলো ছোটে দিগ্বিদিক
এই কী জীবন! এই কী জীবন!!


বৃষ্টি এলে স্বপ্ন দেখে মৃত গাছেরাও
জেগে উঠবে নতুন কঁচি পাতা
সবুজে সবুজে ভরে যাবে দেশ —
নেচে ওঠে চোখ, দুলে ওঠে মন
আহ্‍! বসন্ত বুঝি এলো ঐ —
এই বুঝি ডেকে ওঠে কোকিল।


এই যে বাতাস বয় হীম শীতল
এই যে নদী চলে তো চলে না
এই যে আলো ছোটে দিগ্বিদিক
চমকে চমকে ওঠে ঝিঁঝিঁ ও জোনাকি
অস্ফুট আলোয় একদল বৃদ্ধ মাঝি
দাড় টেনে চলে অবিরাম
তারাও কি জানে ঐসব বৃক্ষদের
যারা স্বপ্নে বিভোর আসন্ন বসন্তের?


আলোর দীশাহীন ছুটে চলা দেখে
কেঁপে কেঁপে ওঠে যে জোনাকি
সেও জেগে থাকে দীর্ঘ কালরাত
ভেদ করে জগতের নিকষ অন্ধকার
আলোগুলো কাতরায়, করে সন্তাপ
এই কী জীবন! এই কী জীবন!!


(০৫/১১/২০১৪)