ছন্দ নিয়ে দ্বন্দ্বে ভুগি
লিখতে গিয়ে ছড়া
ভাঙগতে গিয়ে শব্দগুলো
খাই কেবলি ধরা।


মাত্রা গুনে লিখতে গিয়ে
হয় না ভাবের মিল
বিব্রত হই পাইনা খুঁজে
যখন অন্ত্যমিল।


পর্বগুলো এলোমেলো
মিলে না যে মাত্রা
চরণগুলো কেমন করে
মিলাবো এ যাত্রা!


বিধি যদি না হন সহায়
মিলবে না যে ছন্দ
ছড়াকারের ছড়া লিখা
রাখতে হবে বন্ধ।


দোহাই বিধি আমার উপর
একটু কর ভর
মনটা খুলে লিখবো ছড়া
থাকবে না আর ডর।


(০৯/১১/২০১৪)