ঝিঁঝিঁর সাথে জোনাকীরা
আজ দিয়েছে আড়ি
রাত্রি জেগে খেলবে বনে
ফিরবে না কেউ বাড়ি।


বন জুড়ে তাই জ্বলছে আলো
ঝিঁঝিঁ বাজায় বাদ্য
বাঘ শেয়ালে ভুলে গেছে
খেতে রাতের খাদ্য।


গান ধরেছে ময়না টিয়া
করছে ময়ূর নৃত্য
এমন খুশি বনটা জুড়ে
থাকতো যদি নিত্য!


ছোট্ট অতি ঝিঁঝিঁ-জোনাক
আনলো খুশির বন্যা
বিশাল বনে আজকে রাতে
তাই তারা অনন্যা।


(০৮/১২/২০১৪)