পাহাড় যে এতো অভিমান করে
মেঘ ধরে রাখে বুকে বরফ করে
অতপর, গ্রীষ্ম এলে অভিমান ভেঙে
ঝর্ণা ছুটে চলে অশ্রু হয়ে।


কতো গ্রীষ্ম গেলো
গেলো শীত-বসন্ত
অভিমানী তুমি
রইলে নিথর পাথর হয়েই।


আমার যে কতো অশ্রু
মেঘ হয়ে উড়ে গেলো তোমার বুকে
হিসাব কিছু কি তার
রেখেছো ধরে বুকের শীতল ঘরে?


আর কতো মেঘ জমলে বৃষ্টি হবে
আর কতো বরফ জমলে ঝর্ণা হবে
তুমিতো জানোইনা তোমার নীরবতা
এই বুক চিড়ে ছোটায় কতো কষ্টের আগুন নদী।


পাষাণী তুমি
একবার অভিমান ভেঙে এসো
ভিজতে থাকি এই বর্ষার বৃষ্টিতে —
হাত ধরে হাঁটতে হাঁটতে
চলো যাই দূরে, বহু দূরে
যেখানে যেতে চেয়েছিলাম দুজনে।


(২৯/১২/২০১৪)