ইচ্ছে করেই ছিন্ন করো
বোঝ না কি ঝটকা
ছিন্ন করার পরেই আবার
মনে লাগে খটকা।


ঝোকের মাথায় শোক প্রকাশের
ইচ্ছে জাগে মনে
ঝোক ফুরালেই ইচ্ছে বদল
হয় যে পরক্ষণে।


নাটক করো যখন তখন
যেমন জাগে সাধ
অভিনেতা বলে তোমার
জোটে অপবাদ।


ইচ্ছে করেই আবার তুমি
দাও দিয়ে সংযোগ
বুঝে গেছি মাথায় তোমার
আছে গোলযোগ।


ইচ্ছে করে এবার তুমি
হও যদি ভাই ক্ষান্ত
দেখবে তখন দেশ জনতা
এক্কেবারেই শান্ত।


ইচ্ছে করে ইচ্ছে তোমার
করো নিয়ন্ত্রণ
তাতেই সবাই ধন্য হবো
দেশের জনগণ।


(০১/০২/২০১৫)