এমন যদি হত
মন চাহিলেই আমি হতাম
প্রজাপতির মত।


যখন যেথা উড়ে যেতাম
করতো না কেউ মানা,
ইচ্ছে হলে ফুল বাগানে
দিতাম আমি হানা।


এ ফুল থেকে ঐ ফুলেতে
করতাম উড়াউড়ি,
সারাটা দিন মুক্তমনে
চলতো ঘুরাঘুরি।


মৌমাছিদের সাথে হতো
আনন্দেরই মেলা,
দুষ্টুছেলে আমায় নিয়ে
খেলতো নানান খেলা।


ইচ্ছে হলেই ঘাসের ডগায়
বসতাম উড়ে গিয়ে,
মনটা আমার ভরে যেত
এমন সুযোগ পেয়ে।