কিছুতেই বুঝে উঠতে পারছিনা,
কল্পনাতেই আছি! নাকি
বাস্তবতাই আজ কল্পনা মনে হচ্ছে।
একটি ছবি, একটি ফটোগ্রাফ মানুষকে
এতটা আকর্ষণ করতে পারে!
ভাবা যায়না।
তবে মনে রেখ রাণী, হে! তোমাকেই বলছি,
তুমিইতো আমার কবিতার রাণী
যদি কখনো নিঃস্বঙ্গ একা মনে হয় নিজেকে,
তবে ইশারায় ডেকে নিও,
অনুভবে মিশে যাবো দু'জন দু'জনায়।
আঁধারে একা পথ চলতে যদি কষ্ট হয় কভু,
তবে শূন্যে হাত বাড়িয়ে দিও।
পূর্ণিমার চাঁদের কিরণ হয়ে ছোঁয়ে দেবো
আলতো পরশে।
সঙ্গী হবো আজীবন পথ চলার।
বিনিময় কিছুই চাইবোনা,
শুধু একটু ভলোবাসা দিলেই
বিলীন হয়ে যাবো তোমাতে।