মায়াবিনী
রাহেলা আক্তার


কী যে মায়া তোমার ঐ চোখের তারায়
সেই চোখে মন কেন শুধুই হারায়?
তোমাকে ভেবেই কাটে প্রতিটি প্রহর
ইচ্ছে করে চেয়ে থাকি হাজার বছর।
যতো দেখি মায়া ভরা তোমার এ মুখ
মনের ভেতর চলে ভালো লাগা সুখ।
সুখেরই কল্পনায় মন দেয় দোলা
কোনোদিনও যাবে না তো তোমাকে ভোলা।
তোমায় আমি অনেক বেশি ভালোবাসি
ভালো লাগে তোমার ঐ মধু মাখা হাসি।
আমার মনের কথা জানবে না তুমি
সঁপেছি তোমার কাছে এই মনোভূমি।
তোমালাগি মনোমাঝে ওঠে তোলপাড়
মন পুড়ে ছাই বুকে ব্যথার পাহাড়।
দিক নেই কূল নেই বেড়ি পরা পায়ে
সুখ ছুটি দিয়ে আমি ভাসি দুখ নায়ে।
দুই চোখে আলো তুমি আঁধারে সবিতা
তুমি আমার জীবন্ত একটি কবিতা।
তুমিতে পূর্ণ হৃদয় শুধু আমি জানি
নও তুমি ছায়া কায়া তুমি মায়াবিনী।