তোমার চরণে প্রভু পাই যেন ঠাঁই।


রাহেলা আক্তার


মোহ মুক্ত করো প্রভু জগৎ জীবনে
মাথা নত করি শত তোমার চরণে।
কলুষিত এ হৃদয় দেখে শুধু দুখ
শুকরিয়ার মাঝেই লুকায়িত সুখ।
অনুভব করি সুখ, সাজবো না দুখী
অযুত নিযুত দুখ, তবু হই সুখী
এই যাপিত জীবনে কর্ম শূন্য আমি
ক্ষমা করো দয়াময় তুমি অন্তর্যামী।


অহমের কালো পর্দা দাও গো সরিয়ে
বিবেক জাগ্রত করো মোহকে পুড়িয়ে।
বিশ্বের মুমিন দিচ্ছে ঈমানী পরীক্ষা
হেফাজতে রেখে দাও,আলোকিত দীক্ষা।
ফেতনা ফ্যাসাদ থেকে যেন মুক্তি পাই
তোমার চরণে প্রভু পাই যেন ঠাঁই।


৩০/০১/২০২৪ইং