মমিন চাচার কথা শুনে অট্টহাসি পায়,
দাড়িতে আঙ্গুল বুলিয়ে যখন ভোটের কথা কয়।
স্বাধীন রাস্ট্রে, মুক্তভাবে হইবে ইলেকশন
সুযোগ বুঝে পার্টির কাছে চাইবো নমিনেশন।
শয্যায় কাঁধে হেলান দিয়ে শুয়ে আছেন চাচা
মাঝে -মাঝে মোবাইল দেখে কথা বলেন সাচ্চা।
কথার ফাঁকে পাতিনেতাদের দেয় হুমকি-ধমকি -
পাঞ্জাবিতে আতর লাগিয়ে, ভবিষ্যতে আমি ভাবি এম পি।
কোলে বালিশ টানিয়ে-শুনো ভাতিজাএকখান কথা বলি তোমায়
কোন নেতা-কর্মী কি সামনে দাঁড়িয়ে কিছু বলতে পারবে আমায় ?
মিছিল -মিটিং কম করেছি, ছিলাম রাজপথে -
আমি কি কম যোগ্য, সকল নমিনেশন প্রার্থী হতে ?
চাচা মিয়ার ধমকের চোটে মাথা নেড়ে দিলাম সাঁয়
মনে -মনে বলি আমি, চাইলে কি নমিনেশন পায়।
নামে নেতা কাজে নাই, সুযোগ আসলে সবই খাই
নেতা হিসাবে জাহির করে পিছনে তার কেহই নাই।