বাবা মানে কি জানো?
সূর্যের তাপ সহ্য করা এক বটগাছ।
সন্তানের উপর সামান্যটুকু আচর লাগতে না দেওয়া,
এক সৈনিক।
হাজার কষ্টে  পরিবারকে সুখে রাখা।
বাবার ছায়া তলে সন্তান যতদিন,
বুঝতে পারেনা পৃথিবীটা কতো কঠিন।
দুই বছর পুরনো সেই জুতা জোড়া
আজও পায়ে দিয়ে চলে,,
কেনার কথা  বললে পরে, বলে?
যাকনা আর কয়টা দিন চলে।
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
যা সঞ্চয় করে  নিজের জন্য লাগবেনা বলে
সন্তানের জন্য রাখে।
সন্তান যেন তার সুখে থাকে,
সেই কামনা করে।