সকাল বেলার পাখি আমি
সারাদিন ডাকি।
বিকেল বেলায় আপন মনে
নিজের বাসায় ফিরি।


কিচিরমিচির ডাকাডাকি
ডানা মেলে উড়া উড়ি
মাথার উপর খোলা আকাশে
আপন মনে ঘুরি।


সকাল বেলার পাখি আমি
সারাদিন ডাকি।


বৃষ্টি হলে আকাশ থেকে।
পাতার ফাঁকে লুকিয়ে থেকে,
চুপটি  করে থাকি।
গাছের ডালে  বানিয়ে বাসা,
পাতা দিয়ে ছায়া দেওয়া
সকাল-বিকেল থাকি।


নিজের হাতে তৈরি করে।
মনের সুখে আনন্দ করে.
সুখের জীবন গড়ি।


সকাল বেলার পাখি আমি.
সারাদিন ডাকি।