সুন্দর  বাড়ি, সুন্দর ঘর।
তার মধ্যে মানুষের বসবাস।
মানুষের মধ্যে সুখ  আছে  কতখানি -
প্রকৃত পক্ষে  সকলেই  কি সুখ বিলাসী।
সুখ আর শান্তি কতো দূর, আর কতো দূর,
হেটে হেটে আজ কতো ক্লান্ত।
সুখের আশায় দেশ থেকে দেশে
ছুটে  চলেছে....
সুখ পাবে বলে আজ বড়ই  ক্লান্ত।
তার পরে ও বলি?
সুখ নয় গো কোন  ফুলের তুরা
যা চাইলে পাবে ভরপুর।
নয় কোন মুক্তা,
যা ঝিনুকের মধ্যে কোন সমুদ্দুর
নয় কোন ঝর্নার ঝড়ে  পড়া জল
যা পিপাষায় তৃপ্তি।
সুখ শুধু মানুষের  মধ্যে অজানা সৃষ্টি।